ফেনীতে স্বর্ণের বারসহ বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ৩২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 10:01 AM
Updated : 24 Oct 2014, 01:32 PM

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে আটক মোহাম্মদ মোর্শেদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবুল কালামের ছেলে ও চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র।

ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ মহাসড়েক চেকপোস্ট বসায়।

এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মুহুরীগঞ্জ এলাকায় গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় মোহাম্মদ মোর্শেদ নামের ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওসি বলেন, “পুলিশ তাকে আটক করে তার পকেট থেকে স্কচ টেপ মোড়ানো দুটি প্যাকেটে ২০টি এবং তার উরুর সঙ্গে আটকানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা।”

আটক মোহাম্মদ মোর্শেদ চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র বলে নিশ্চিত করেন ওসি মোয়াজ্জেম।

এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।