রাবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 05:58 PM
Updated : 21 Oct 2014, 07:20 PM

আহত তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তিনি ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর মাঠে তার ওপর হামলা হয় বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান।

তিনি বলেন, “অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জড়িতদের সনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।”

হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনার জের ধরে আমির আলী হলে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ক্যাম্পাসে ঘুরছিলেন। তরিকুল তাদের পেছন পেছন হাঁটছিলেন।  তারা ফোকলোর মাঠে পৌঁছালে পেছন থেকে এসে কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে  আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছাত্রলীগ নেতারা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রামেক হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক প্রদীপ কুমার বলেন,  তরিকুলের ঘাড়, কোমর ও বুকের বাঁ পাশে কোপ লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।