শিশুরাও শিখবে সড়ক নিরাপত্তা

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে শেখানো হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 02:14 PM
Updated : 21 Oct 2014, 02:14 PM

সচিবালয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক-২) রুহী রহমানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে রুহী সাংবাদিকদের বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবনা অনুযায়ী ২০১৩ সালের প্রথম থেকে নবম শ্রেণির পাঠ্যবইয়ে সড়ক নিরাপত্তার বিষয়টি স্বল্প পরিসরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

“এখন থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সড়ক নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হবে। আর ২০১৫ সালের প্রাক-প্রাথমিকেও এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে।”

আগামী ১ জানুয়ারি শিশু শ্রেণির শিক্ষার্থীরা যে নতুন বই পাবে তাতে সড়ক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

প্রাক-প্রাথমিকে বর্ণমালা শেখানোর পাশাপাশি বিভিন্ন চিত্র এবং শিক্ষা উপকরণ দিয়ে শিশুদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একজন কর্মকর্তা জানান, রঙিন ছবির মাধ্যমে শিশুদের সড়ক নিরাপত্তা শেখানো হবে।

“অনেক স্কুলই রোডের পাশে। সড়ক নিরাপত্তার বিষয়টি শিশুদের জানা থাকলে দুর্ঘটনার সম্ভবনা কমে যাবে।”