চাঁদা চেয়ে চিঠি, সঙ্গে বুলেট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ‘সর্বহারা পার্টি’ পরিচয়ে চাঁদা দাবি করে বুলেটসহ চিঠি পাঠানো হয়েছে এক ব্যবসায়ীর কাছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 09:57 AM
Updated : 21 Oct 2014, 09:57 AM

বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন জানান, এ হুমকি পেয়ে নবীন চন্দ্র সাহা (৫০) নামের ওই ব্যবসায়ী সোমবার রাতে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চিঠিতে বলা হয়েছে, টাকা না পেলে নবীনসহ তার দুই ছেলেকে হত্যা করা হবে।

এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হুমকিদাতাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পরিবহন ব্যবসায়ী নবীন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে জানায় বাড়ির প্রবেশ দরজার ছাদে একটি জরুরি চিঠি আছে।

তিনি বলেন, “রাতে বাড়ি ফিরে ছাদে একটি খাম পাই। খুলে দেখি সেখানে একটি তাজা বুলেট এবং একটি চিঠি রয়েছে। চিঠিতে নিজেদের সর্বহারা পরিচয় দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়, না হলে আমাকেসহ আমার দুই ছেলেকে হত্যা করা হবে বলে জানানো হয়।”

সোমবার রাতে বীরগঞ্জ থানা পুলিশের কাছে ঘটনাটি জানিয়ে চিঠি ও বুলেট জমা দেন বলে তিনি জানান।