আরো ১৪ মামলায় লতিফকে সমন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের রাজধানীতে চারটিসহ দেশের বিভিন্ন স্থানে নতুন মোট ১৯টি মামলা অভিযোগ দায়ের করা হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর নামে। এর মধ্যে ১৪ মামলায় তার বিরুদ্ধে সমন জারি হয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 06:48 AM
Updated : 2 Oct 2014, 03:04 PM

বৃহস্পতিবার ঢাকার বাইরে চাঁদপুর ও খুলনায় দুইটি করে, চট্টগ্রাম, বরগুনা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও যশোরে মামলা হয়েছে।

ঢাকার চার মামলায় যথাক্রমে ১৫, ২০, ২১ ও ২৯ অক্টোবর, চট্টগ্রামে ২৩ অক্টোবর, চাঁদপুরের দুই মামলায় ১৬ নভেম্বর, নোয়াখালীতে ১ ডিসেম্বর, বরিশালে ২৬ নভেম্বর ও ২৮ ডিসেম্বর, চাঁপাইনবাবগঞ্জে ৯ নভেম্বর, যশোরে ২ নভেম্বর এবং খুলনার দুই মামলায় ১১ নভেম্বরের মধ্যে লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

একই অভিযোগে বুধবারও ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে সাতটি মামলা ও অভিযোগ দায়ের হয় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, যার মধ্যে পাঁচটিতে তাকে তলব করে আদালত।

রোববার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকীর ওই বক্তব্য নিয়ে গত চারদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে।

সেদিন নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”

তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”

অনুষ্ঠান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে?

“জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন।”

এরপরই তার বিরুদ্ধে মামলা করার হিড়িক পড়ে যায়।

ঢাকার চার মামলাতেই সমন

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী, বাংরাদেশ ওলামা-মাশায়েখ ঐক্যজোটের  সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট শাহ আলম নামের এক ব্যক্তি ও তেজকুনি পাড়ার বাসিন্দা নাজিমউদ্দিন বাদল বৃহস্পতিবার ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় এই চার মামলা করেন।

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকের মামলায় তার জবানবন্দি শোনেন মহানগর হাকিম আতিকুর রহমান। তিনি মামলা আমলে নিয়ে লতিফকে ২৯ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আর নাজিমুদ্দিন বাদল ও অ্যাডভোকেট শাহ আলমের অভিযোগ শোনেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান। তিনিও অভিযোগ আমালে নিয়ে শাহ আলমের মামলায় ১৫ ও নাজিমুদ্দিনের মামলায় ২১ অক্টোবর বিবাদীকে হাজির হতে বলেছেন।

আবু বকর সিদ্দিকের মামলার শুনানি নিয়ে মহানগর হাকিম মাহবুবুর রহমান ২০ অক্টোবর লতিফের আদালতে হাজির হওয়ার দিন রাখেন।

চট্টগ্রামে আরেক মামলায় সমন

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলা করেন নগর জাতীয় পার্টি নেতা হুমায়ুন কবীর পাটোয়ারী।

বাদির আইনজীবী যিশু কৃঞ্চ রক্ষিত জানান, দণ্ডবিধি ২৯৫ (এ), ২৯৮ ও ১৫৩ (ক)‘র মধ্যে আদালত ২৯৮ ধারা আমলে নিয়ে আদালত আগামী ২৩ অক্টোবর লতিফকে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

চাঁদপুরে হাজিরের দিন ১৬ নভেম্বর

চাঁদপুরে দুই মামলার বাদী হচ্ছেন- ইসলামিক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক এ এইচ এম আহসান উল্যা ও ও সদর উপজেলার ওয়্যারলেস এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে ইকরাম হোসাইন হামিদ।

দুটি মামলাই করা হয়েছে মামলা ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায়।

মামলা দুটি আমলে নিয়ে বিচারক বিবাদীকে ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বরিশালে দুই মামলায় সমন

বরিশালের বুধবার হওয়া মামলায় আগামী ২৮ ডিসেম্বর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন মহানগর হাকিম নূসরাত জাহান।

মামলাটি করেছিলেন আইনজীবী সাইফুল আলম ফুয়াদ।

এছাড়া বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আলী হোসাইনের আদালতে আরেকটি মামলা করেন স্থানীয় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান।

বিচারক মামলা আমলে নিয়ে বিবাদীকে ২৬ নভেম্বর হাজির হতে সমন জারি করেন।

৯ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে হাজিরা  

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলা করেন আইনজীবী সৈয়দ শাহ জামাল।

বিচারক বুলবুল হোসেন শুনানি নিয়ে আগামী ৯ নভেম্বর লতিফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

নোয়াখালীতে ১ ডিসেম্বর হাজির হতে সমন

নোয়াখালীর ১ নম্বর আমলি আদালতে করা মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. নাছের ভূইয়া।

সকালে বিচারিক হাকিম মো. জহির উদ্দিন অভিযোগ আমলে নিয়ে লতিফ সিদ্দিকীকে আগামী ১ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।

যশোরে হাজিরের দিন ২ নভেম্বর

দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিমের আদালতে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য আমজাদ হোসেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (কেশবপুর) বিচারক আবু ইব্রাহিম মামলা আমলে নিয়ে আগামী ২ নভেম্বর বিবাদীকে  আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

খুলনার পরবর্তী শুনানি ১১ নভেম্বর

বৃহস্পতিবার খুলনার মহানগর হাকিম ক অঞ্চলের বিচারক আবীর পারভেজের আদালতে জেলা আইনজীবী সমিতির সদস্য এস এম ওয়াছিউর রহমান ও স্থানীয় দৈনিক অর্ণিবানের সম্পাদক আলী আহমদ মামলা করেন।

দুটি মামলাতেই আদালত লতিফ সিদ্দিকীকে ১১ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশের পাশাপাশি একইদিন মামলার পরবর্তী শুনানির দিন রাখেন।

বরগুনায় তদন্তের পর প্রতিবেদন

পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা মামলার বাদী চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম।

বিচারক এ এস এম মারুফ চৌধুরী মামলা আমলে নিয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী শামসুদ্দিন শানু।

সিরাজগঞ্জে ঈদের পর শুনানি

সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আবু তালহা ১ নম্বর আমলি অভিযোগ দায়ের করেন।

আদালতের পেশকার শহীদুল ইসলাম জানান, বাদী দুটি পত্রিকায় প্রকাশিত আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের কাটিং সংযুক্ত করে অভিযোগ দাখিল করেন।

বিচারক কোহিনুর আরজুমান অভিযোগ আমলে নিয়ে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে শুনানি অপেক্ষমান রেখেছেন বলে জানান তিনি।

জামালপুরে আদেশ ১৩ অক্টোবর

জামালপুর আমলি আদালত ‘ক’ অঞ্চলের দণ্ডবিধির ২৯৫ (এ)/২৯৮ ধারায় অভিযোগ করেন মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা জামে মসজিদের ইমাম শেখ সলিমুল্লাহ। এতে ৫ জনকে সাক্ষী করা হয়েছে।

বাদীর আইনজীবী নজরুল ইসলাম মোহন জানান,  বিচারক নিষ্কুতি হাগিদক আগামী ১৩ অক্টোবর অভিযোগের শুনানি ও আদেশ দেওয়ার দিন রেখেছেন।

কক্সবাজারের মামলার নথি প্রধানমন্ত্রীর দপ্তরে

স্থানীয় ব্যবসায়ী নুরুল আবছারের পক্ষে কক্সবাজার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী মোহাম্মদ জাকারিয়া ও স্বপন দাশ।

পরে আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ মামলা আমলে নেয়ার অনুমতি চেয়ে তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন।

বাদীর আইনজীবী মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য হওয়ায় তার বিরুদ্ধে মামলা আমলে নেওয়ার অনমুতি চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

“প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

ব্রাহ্মণবাড়িয়ায় অদেশ অপেক্ষমাণ

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম শাহিন বিকাল সাড়ে তিনটার দিকে জেষ্ঠ্য বিচারিক হাকিম (সদর) আদালতে মামলা করেন।

বাদীর আইনজীবী আলী আজম চৌধুরী জানান, বিচারক সিরাজাম মুনীরা মামলায় আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

কুমিল্লায় তদন্তের নির্দেশ

কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় সাংবাদিক শাহীন মীর্জা।

বিচারক শুনানি শেষে কোতয়ালী মডেল থানা পুলিশকে অভিযোগের তদন্তপূর্বক ১৯ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।