প্রবাসীকে অপহরণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক সৌদি আরব প্রবাসীকে অপহরণের অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 03:42 PM
Updated : 22 Sept 2014, 03:42 PM
সোমবার সন্ধ্যায় বাসুদেবপুর বাজারে এ ঘটনার সময় আত্মরক্ষার জন্য পুলিশকে গুলি ছুড়তে হয়েছে বলে জানান নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা যুব লীগের যুগ্ম সম্পাদক ও দশ মামলার আসামি তৌহিদুর রহমান (৩২) সন্ধ্যার পর বাসুদেবপুর এলাকার সৌদি আরব প্রবাসী জহুরুল ইসলামকে নিজ বাড়ি থেকে অপহরণ করে বাসুদেবপুর বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে নলডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও আব্দুল হাই ঘটনাস্থলে যান।

তারা ঘটনাস্থল থেকে জহুরুল ইসলামকে উদ্ধার করেন এবং অপহরণকারী তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠান।

ওসি বলেন, “এ সময় তৌহিদুরের সহযোগী রুবেল হোসেনসহ ২০/৩০ জন যুবক লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের পিকআপ ভাংচুর করে।

“এ সময় পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছুড়ে আত্মরক্ষা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে নিয়ে থানায় আসে।”

ওসি আসলাম উদ্দিন আরো জানান, তৌহিদুরের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ ১০টি মামলা রয়েছে। তাকে থানায় নিয়ে আসার পরপরই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।