পূজায় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে

সিরাজগঞ্জে আসন্ন দুর্গা পূজায় জঙ্গি হামলার আশংকা নেই দাবি করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 01:01 PM
Updated : 16 Sept 2014, 01:01 PM

পূজাকে সামনে রেখে মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু বলেন, আসন্ন দুর্গা পূজা চলাকালে সিরাজগঞ্জে জঙ্গি সংগঠন আল-কায়দার সন্ত্রাসী হামলার আশংকা করা হচ্ছে।

তিনি বলেন, ভারতের পাশাপাশি বাংলাদেশেও আল-কায়দার নেটওর্য়াক সর্ম্পকে সম্প্রতি গণমাধ্যমে নানা আলোচনা হচ্ছে, যে কারণে পূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলায়ও ওই সকল জঙ্গি সংগঠনের হামলার আশংকা উড়িয়ে দেওয়া যায় না।

এ জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ বক্তব্যের সূত্র ধরে সভার সভাপতি পুলিশ সুপার এসএম এমরান হোসেন বলেন, মিডিয়ায় জঙ্গিদের নিয়ে সংবাদ প্রকাশ হলেও বাংলাদেশে এখনও তাদের কর্মকাণ্ড চোখে পড়ছে না।

তারপরও পূজা উপযাপন পরিষদের আশংকার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা নেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।  

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোকতার হোসেন, সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, সাংবাদিক বাবু ইসলাম, হেলাল উদ্দিন, আমিনুল ইসলাম খান রানা, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেলকুচির অধ্যাপক অসিত বরন চৌধুরী (স্বপন), তাড়াশের তপন গোস্বামী, শাহজাদপুরের বিনয় কুমার পাল, সলঙ্গার গজেন্দ্র নাথ মন্ডল বক্তব্য দেন।

জেলায় ৪৪৯টি মন্ডপে দুর্গা পূজা পালনের জন্য প্রস্তুতি চলছে বলে সভায় জানানো হয়।