শরীয়তপুরে নুতন এলাকা  প্লাবিত

উজানের ঢরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে শরীয়তপুরের ২০টি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 04:25 PM
Updated : 1 Sept 2014, 04:25 PM
এলাকাগুলো হলো নড়িয়া উপজেলার ঘড়িষার, কেদারপুর, চরআত্রা নওয়াপাড়া, জাজিরা উপজেলার কুন্ডেরচর, বড়কান্দি, বিলাসপুর, মুলনা, পালেরচর, পূর্ব নাওডোবা, নাওডোবা, সেনের চর, বিকেনগর বড় গোপালপুর, জয়নগর, ভেদরঞ্জের উত্তর তারাবুনিয়া, কাচিকাটা, দক্ষিণ তারাবুনিয়া ও গোসাইরহাটের কোদালপুর, কুচাইপট্টি।

এসব এলাকার প্রায় ৫০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। সোমবার দুপুরে পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপদ সীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসিব আহসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের তালিকা করার কাজ চলছে। ইতোমধ্যে বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ মে. টন খাদ্য বরাদ্দ করা হয়েছে।