আত্মসাৎ: টেলিটকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন

প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল সেবাদানকারী রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 10:19 AM
Updated : 1 Sept 2014, 01:59 PM

এই দুইজন হলেন- প্রতিষ্ঠানটির সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমান এবং সাবেক সহকারী ব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাবিবুর রহমান শিপলু।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সোমবার কমিশন সভায় ওই দুইজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রিপেইড মোবাইলকে পোস্ট পেইডে রূপান্তর করে সরকারি মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে ৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।”

২০১১ সালের জুন থেকে ২০১২ এর অক্টোবরের মধ্যে এই আত্মসাতের ঘটনা ঘটে জানিয়ে প্রণব কুমার বলেন, “দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তারা আত্মসাৎ করা অর্থ ব্যাংকে জমা রাখার পাশাপাশি ফ্ল্যাট ও জমি কিনেছেন এবং শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন।”

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এই মামলা করা হবে বলে জানান তিনি।

দুদকের উপ পরিচালক মো. হাফিজুর রহমান ২০১২ সালের নভেম্বর থেকে টেলিটকের ওই দুই কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান করছেন।