চন্দ্রাবতী ছিলেন সবার ‘মাসি মা’

প্রবীণ লোকসংগীত শিল্পী চন্দ্রাবতী রায় বর্মণ সিলেটে সবার কাছে ‘মাসি মা’ হিসেবে পরিচিত ছিলেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2014, 03:42 PM
Updated : 29 August 2014, 10:08 PM

প্রয়াতের ছেলে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা জানান, বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৮৩ বছর বয়সে পরলোকগমনকারী এই গুণী শিল্পী চার ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

রানা জানান, বার্ধক্যজনিত ও মস্তিষ্কের জটিল সমস্যার কারণে গত ১৩ অগাস্ট তাকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে ১৭ অগাস্ট তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় লোকসংগীত শিল্পী হিসেবে দেশ-বিদেশের সংগীতপ্রিয় মানুষের কাছে সুপরিচিত চন্দ্রাবতী রায় ১৯৩১ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালে রেডিও পাকিস্তানের কণ্ঠশিল্পী হিসেবে তার গান গাওয়া শুরু। ১৯৯৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে লোকসংগীত পরিবেশন করেন।

তিনি কলকাতার বাউল-ফকির উৎসব সম্মাননা (১৪১৬), নাট্যমঞ্চ সম্মাননা (২০০৩), রাধারমণ সম্মাননা (১৪১৪), শ্রুতি সম্মাননা (১৪১৫), সিলেট বিভাগীয় বাউল সম্মেলন সম্মাননা (২০০৬), গ্রামীণফোন অমর একুশে বইমেলা সিলেট সম্মাননা (২০০৮), সিলেট শিল্পকলা একাডেমি সম্মাননাসহ (২০১৩) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

চালিবন্দর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।