সীতাকুণ্ডে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ৫

সীতাকুণ্ডের ফৌজদারহাটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্থানীয় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 04:55 PM
Updated : 19 August 2014, 05:02 PM
মঙ্গলবার সন্ধ্যায় ফৌজদারহাট ইউনিয়ন আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় স্থানীয় সরকারদলীয় সাংসদ দিদারুল আলম এবং একই দলের উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুষ্ঠানস্থলে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষে শ্লোগান দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

সাংসদের অনুসারী স্থানীয় ছাত্রলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনুসারী সাধারণ সম্পাদক প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি, ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, এসময় অনুষ্ঠানস্থলে কয়েকটি হাতবোমাও বিস্ফোরিত হয়।

তবে এর মধ্যেই সাংসদ ও উপজেলা চেয়ারম্যান বক্তৃতা দিয়ে চলে যান।

সীতাকুণ্ড থানার এসআই কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে স্লোগান দেয়া নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে।”