বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম

বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2014, 01:44 PM
Updated : 19 August 2014, 01:44 PM

কোতোয়ালি মডেল থানার এসআই মহিউদ্দিন শেখ জানান, সোমবার রাত দেড়টার দিকে বরিশাল কলেজ এলাকায় এ হামলায় জড়িত সন্দেহে একজনকে রাতেই আটক করা হয়েছে।

আহত পুলক চ্যাটার্জীকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান।

এসআই মহিউদ্দিন জানান, অফিসের কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন পুলক। পথে কলেজ এলাকায় বাসার কাছে তিন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।

পুলকের চিৎকারে বাসার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা জানান, পুলক চ্যাটার্জীকে দেখতে হাসপাতালে গেলে তার স্ত্রীর ছোট ভাই সুবল মুখার্জীকে আটক করা হয়।

আহত পুলকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই সুবলকে আটক করা হয় বলে তিনি জানান।

হাসপাতালের চিকিৎসক জহিরুল হক মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলকের দুই পা, মাথা ও ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।”

পুলক বছরখানেক আগে দ্বিতীয় বিয়ে করেন এবং এই স্ত্রীর সঙ্গেই থাকেন তিনি।

পারিবারিক বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

হামলার প্রতিবাদ বরগুনায়

পুলক চ্যাটার্জীকে কুপিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন বরগুনার সাংবাদিকরা।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ ও দাবি জানান।

এরা হলেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল আলীম হিমু, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ ও লোকবেতারের কেন্দ্রীয় সমন্বয়কারী মোবারক হোসেন।