চুয়াডাঙ্গায় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত

চুয়াডাঙ্গা পৌর এলাকার তিনটি মহল্লার শতাধিক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2014, 08:25 AM
Updated : 2 August 2014, 08:25 AM
শুক্রবার রাত থেকে পৌরসভার মসজিদ পাড়া, মাঝেরপাড়া ও বাগানপাড়ার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি হয়।

তাদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি পান করে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ রানা জানান, শুক্রবার রাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত শতাধিক ডায়রিয়া রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় চিকিৎসকদের সম্মেলনকক্ষ রোগীদের জন্য খুলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ওই তিনটি এলাকার পানির লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ত্রুটি পাওয়া যায়নি।

তবে পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সেইসঙ্গে আক্রান্ত এলাকার মানুষদের মধ্যে খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।