টাঙ্গাইলে পুলিশ হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টাঙ্গাইল মডেল থানার এ এস আই মো.নুরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি উল্কা (২৮) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2014, 03:14 AM
Updated : 28 July 2014, 05:17 AM

জেলার পুলিশ সুপার সলেহ মোহাম্মদ তানভীর জানান, সোমবার ভোর ৫টার দিকে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দক্ষিণ তাকিয়া কদমা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, উল্কা নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী চালিয়ে আসছিলেন। বন্দুকযুদ্ধে তার দুই সহযোগী আহত হয়েছেন।   

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরের দিকে দক্ষিণ তাকিয়া কদমা গ্রামে অভিযানে গেলে উল্কা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।

“এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে উল্কা মারা যায়। তার সহযোগী সাগর ও শাহেদকে আহত অবস্থায় আটক করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।

টাঙ্গাইর সদর মডেল থানার ওসি আক্তারুজ্জামান জানান, উল্কা টাঙ্গাইলের পূর্ব আদালত পাড়ার মৃত ফরিদ হোসেন ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় দুটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

গত শুক্রবার রাতে উল্কার বাড়িতে অস্ত্র উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন টাঙ্গাইল মডেল থানার এ এস আই মো. নুরুল ইসলাম। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।

ওই ঘটনায় শনিবারই পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়, যাতে উল্কাকে করা হয় প্রধান আসামি।