তিন দিন নিখোঁজ ২ শিশু

রাজশাহী নগরীর উপশহর এলাকা থেকে এক আইনজীবীর পালিত দুই শিশুকন্যা নিখোঁজ হয়েছে তিন দিন আগে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 03:12 PM
Updated : 20 July 2014, 03:17 PM

বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট নজমুস সাদাতের উপশহর এলাকার সেক্টর-২ এর ৫৮ নম্বর বাসা থেকে ১১ ও ১৩ বছরের এ দুই মেয়ে নিখোঁজ হয়।

নাজমুস সাদাত জানান, কেউ তাদের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে। তবে, তারা যাওয়ার সময় কিছু নেয়নি।

বোয়ালিয়া মডেল থানার ওসি আব্দুস সোবহান বলেন, নিখোঁজ দুই শিশু উদ্ধারে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ পৃথকভাবে কাজ করছে।

অ্যাডভোকেট নজমুস সাদাত বলেন, ২০০৭ সালের জুলাই ও সেপ্টেম্বর মাসে এ দুই মেয়েকে তিনি বাসায় আনেন। নিঃসন্তান হওয়ায় তাদের অভিভাবকদের সম্মতিক্রমে বাসায় রেখে তাদের লালনপালন করছিলেন।

তখন থেকে তিনি ওই দুজনের দেখভাল ও লেখাপড়ার দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চলে যাওয়ার সময় তারা বাড়ি থেকে কোনো অর্থ-সম্পদ নেয়নি। তবে তাদের ক্লাশের বই নিয়ে গেছে।

ওই সময় তার অসুস্থ স্ত্রী নিজ কক্ষে শুয়েছিলেন এবং তিনি তার চেম্বারে কাজ করছিলেন বলে জানান সাদাত।

এদের একজন পড়ে (বয়স ১১ বছর) উপশহর হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে এবং আরেকজন পড়ে (বয়স ১৩ বছর) উপশহর নূর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে।