Published : 19 Jun 2014, 04:18 PM
তবে ঠিক কতটি দেশে এ সমস্যা হয়েছে তা জানা যায়নি।
কেউ ফেউসবুকে ঢুকতে চাইলে লেখা আসে, “কোনো ত্রুটি হয়েছে। যত দ্রুত পারি আমরা এটা ঠিক করার চেষ্টা করছি।”
ফেইসবুকের এ সমস্যায় ইন্টারনেটে বেশ আলোচনা দেখা যায়। টুইটারে এ নিয়ে বেশ কথা চালাচালি হয়।
সমস্যার জন্য ক্ষমা চেয়ে ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, “আজ সকালে একটি বিষয় আমাদের নজরে এসেছে যার কারণে কিছু সময়ের জন্য ফেইসবুকে পোস্ট করা যায়নি। দ্রুতই আমরা সমস্যার সমাধান করি এবং এখন ফেইসবুকে আর কোনো সমস্যা নেই।
“এর কারণে কোনো অসুবিধা হলে আমরা তার জন্য দুঃখিত।”