তেজগাঁওয়ে বেঙ্গলের গুদামে আগুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আগুনে পুড়েছে বেঙ্গল গ্রুপের একটি গুদাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 11:34 AM
Updated : 23 April 2014, 12:30 PM

বুধবার বিকালে লাগা ওই আগুন দমকল বাহিনীর আটটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক হাসিব মাহমুদ অভি বিকাল ৬টার দিকে বলেন, “আগুনের বিস্তৃতি আর নেই, তা নিয়ন্ত্রণে এসেছে।”

শিল্পাঞ্চল এলাকায় ওই আগুন লাগার পর বহু দূর থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছিল।

ওই গুদামের সঙ্গেই আরটিভির স্টুডিও। বেসরকারি এই টেলিভিশনের মালিকানাও বেঙ্গল গ্রুপের।

আরটিভির স্টুডিও সেখানে হওয়ায় প্রাথমিকভাবে অগ্নিনির্বাপক বাহিনী সেখানেই আগুন লেগেছে বলে সাংবাদিকদের জানিয়েছিল।

পরে আরটিভির প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমাদের স্টুডিওর পাশে একই স্টুডিওতে ওই অয়্যারহাউসটি, সেখানে আগুন লেগেছে। দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।”

তেজগাঁও বিএসটিআইয়ের উল্টোদিকে দুতলাবিশিষ্ট বেঙ্গল স্টুডিওর সঙ্গেই বেঙ্গল ফোমের ওই গুদাম, যখোনে আগুন লাগে।

অগ্নিনির্বাপক বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।