অভিভাবকের সঙ্গে বিরোধ, ছাত্রীকে স্কুলে আসতে মানা

অভিভাবকের সঙ্গে বিরোধের জেরে যশোরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেছেন প্রধান শিক্ষক।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 02:20 PM
Updated : 22 April 2014, 02:20 PM

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন ছাত্রী আফরিন জাহান নিশাকে বিদ্যালয়ে যেতে নিষেধ করার কথা স্বীকার করেছেন।

নিশা জানান, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্কুলে গেলে প্রধান শিক্ষক মাহাবুব হোসেন তার কক্ষে ডেকে নিয়ে তাকে স্কুলে যেতে নিষেধ করে দেন।

প্রধান শিক্ষক বলেন, “বিদ্যালয়ের কমিটির নির্দেশে আমি তাকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেছি।”

এ বিষয়ে তার কিছু করার নেই বলেও জানান তিনি।

নিশার মা শিখা ইসলাম জানান, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য শাম্মি আক্তারের সঙ্গে গত ১১ জানুয়ারি তার মতবিরোধের জের ধরে শাম্মি তাকে দুই দিন মারধর করেন।

এ ঘটনায় দুটি সাধারণ ডায়েরিও করা হয়েছে বলে জানান তিনি।

শাম্মি আক্তারের নামে ডায়রি করার কারণে প্রধান শিক্ষক নিশাকে স্কুলে যেতে নিষেধ করেছেন।

শিখা ইসলাম তার মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করার বিষয়ে প্রতিকার চেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজের কাছে লিখিত আবেদন করেছেন।

এ ঘটনাকে অন্যায় হিসাবে স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ঘটনাটি অমানবিক উল্লেখ করে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান জানান, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।