ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর

সামনের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 04:54 PM
Updated : 20 April 2014, 04:54 PM

রোববার বিকালে ঢাকা সিটি কর্পোরেশনের এক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে অংশ নেয়া আনসার সদস্যদের সঙ্গে ফুটপাতের দোকানিদের সংঘর্ষও হয়।

হাসপাতালের সহকারী পরিচালক খাজা আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের জরুরি ও বহির্বিভাগের সামনের ফুটপাতে বিভিন্ন ধরণের অস্থায়ী দোকান থাকায় রোগী এবং ডাক্তারদের চলাচলে বিঘ্ন হচ্ছিল।

জরুরি বিভাগের সামনে শতাধিক দোকান উচ্ছেদের পর বহির্বিভাগের সামনের দোকানগুলোর উচ্ছেদ শুরু করে আনসার সদস্যরা।

খাজা আব্দুল গফুর অভিযোগ করেন, ঠিক এসময় সুযোগ বুঝে জরুরি বিভাগের সামনে উচ্ছেদ হওয়া দোকানদাররা লাঠি ও রড নিয়ে জরুরি বিভাগে হামলা চালায়।

“তারা হাসপাতালের জানালা দরজাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।”

এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাদেরকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

খবর পেয়ে বহির্বিভাগের সামনে উচ্ছেদ কাজে নিয়োজিত আনসার সদস্যরা ছুটে এলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে; প্রায় আধঘণ্ট ঘরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ভাঙচুরের ঘটনায় ওয়ার্ড মাস্টার শামসুল আলম সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা করেছেন।

মামলায় অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে বলে হয়েছে বলে জানান তিনি।

হাসপাতাল কর্মকর্তা গফুর জানান, এই ঘটনায় হাসপাতালের কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন।