শেরপুরের জামায়াত নেতা নূরুজ্জামান কারাগারে

রগকাটা ও ভোটকেন্দ্রে সন্ত্রাসের ঘটনায় করা ৩টি মামলায় শেরপুর জামায়াতের সহকারী সেক্রেটারি নূরুজ্জামান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 01:43 PM
Updated : 17 April 2014, 01:43 PM

বৃহস্পতিবার ওইসব মামলায় নূরুজ্জামান আত্মসর্মপন করে জামিন চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে উভয় পক্ষের শুনানি হয় বলে জানান আদালতের সিএসআই মো. আব্দুল আজিজ।

আব্দুল আজিজ ও অন্যান্য সূত্রে জানায়, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাওয়ার পথে শ্রীবরদী উপজেলার তাতীহাটি এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের দুপায়ের রগকেটে গুরুতর আহত করার ঘটনায় বাদলসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন।

এছাড়া নির্বাচনের আগের রাতে স্থানীয় পোড়াগড় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ এবং গড়জরিপা ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপারসহ সরঞ্জামাদি ছিনতাই ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দুটি মামলাতেও নূরুজ্জামানকে আসামি করা হয়।

ওই সব মামলায় তিনি হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

ওই তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসর্মপন করেন তিনি।