বন্দর নগরীর জামাল খান এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরকর্মী সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 08 Sep 2013, 08:39 PM
রোববার বিকালে নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।
গ্রেপ্তার তরুণরা মুহসিন কলেজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ জানায়, ভারতে ফেলানী হত্যার রায়ের প্রতিবাদে কয়েকজন শিবিরকর্মী জড়ো হয়ে মানববন্ধন করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল শিবিরকর্মীরা মানববন্ধনের পর মিছিল করে নাশকতা করবে।”