Published : 19 Jun 2013, 09:58 AM
ওসি জানান, দূতাবাস রোডে ব্রিটিশ হাই কমিশনের একটি প্রকল্পের কাজে নিয়োজিত কয়েকজন নির্মাণ শ্রমিক দুপুরে খাওয়ার পর ওই স্থানে সড়কের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়।
ঘটনাস্থল থেকে দশজনকে আহত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ওয়াসিম (২০) ও সোহেল (১৮) নামের দুইজনকে মৃত ঘোষণা করেন।
তাদের দুজনের বাড়িই নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায়।
হাসপাতালে চিকিৎসাধীন বাকি আটজন আশঙ্কামুক্ত উল্লেখ করে ওসি বলেন, “কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরাও চলে যাবেন।”
দুই জনের মৃতদেহ তাদের স্বজনদের মাধ্যমে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ঢাকায় যুক্তরাষ্ট্রের হাইকমিশনার রবার্ট গিবসন বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।