খোন্দকার আশরাফের জীবনাবসান

কবি খোন্দকার আশরাফ হোসেন আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন তিনি।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2013, 02:35 AM
Updated : 16 June 2013, 06:52 AM

খোন্দকার আশরাফ ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

সহকর্মীরা জানান, রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রোববার সকালে খোন্দকার আশরাফের মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অধ্যাপক আশরাফের জানাজা হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, শুক্রবার হার্ট অ্যাটাক হলে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় উপাচার্যকে।

খোন্দকার আশরাফের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন শোক জানিয়েছেন।

খোন্দকার আশরাফের জন্ম ১৯৫০ সালের ৪ জানুয়ারি জামালপুরে। তিনি ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেয়ার পর লিডস বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন।

তিনি পিএইচডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই অধ্যাপকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তিন রমণীর ক্বাসিদা, পার্থ তোমার তীব্র তীর, জীবনের সমান চুমুক, যমুনাপর্ব, আয়না দেখে অন্ধ মানুষ।

কবিতার পাশাপাশি অনুবাদেও সমান দক্ষতা ছিলো তার। তিনি একবিংশ নামে কবিতাবিষয়ক একটি পত্রিকাও সম্পাদনা করতেন।