উত্তরায় ২ পথচারী নিহত, পল্টনে লাশ উদ্ধার

রাজধানীর ‍উত্তরায় বাসের ধাক্কায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। আর পল্টনের চামেলীবাগে একটি বাসা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2013, 03:16 AM
Updated : 17 May 2013, 03:16 AM
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার জসিমউদ্দিন সড়কে দুর্ঘটনায় দুই পথচারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

উত্তরা থানার ওসি রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বলাকা পরিবহনের বাসটি গাজীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় রাস্তা পার হতে গিয়ে বাসের নিচে  চাপা পড়েন দুইজন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি জানান, পুলিশ বাসটি এবং এর চালক লোকমানকে আটক করেছে।

এদিকে শুক্রবার প্রথম প্রহরে পল্টনের চামেলীবাগ এলাকায় ‘চন্দ্রমল্লিকা’ নামের একটি অ্যাপার্টমেন্টের আট তলার একটি ফ্ল্যাট থেকে আলী আফজাল সেলিম (৪৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পল্টন থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশেপাশের ফ্ল্যাটের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ রাতে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে বিছানা থেকে লাশ উদ্ধার করে।

“মৃতদেহটি প্রায় বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।”

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ‘বনিবনা না হওয়ায়’ দুই সন্তান নিয়ে সেলিমের স্ত্রী অন্য বাসায় ,থাকেন। আর বায়িং হাউজের কর্মকর্তা আফজাল ওই ফ্ল্যাটেই একাই থাকতেন।

সর্বশেষ গত ১৩ মে সেলিমকে বাসায় ঢুকতে দেখেন প্রতিবেশীরা। এরপর থেকে আর কেউ তাকে দেখেনি।