কুমিল্লায় জালালাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল চলাচল শুরু হয়েছে।
Published : 01 May 2013, 12:28 PM
ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে সন্ধ্যা ৬টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলিসহ তিনটি ট্রেন কুমিল্লার আশপাশের বিভিন্ন স্টেশনে আটকে থাকে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ইরফানুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় কেউ আহত হননি।
কী কারণে বগি লাইনচ্যুত হয়েছিল তা জানাতে পারেননি রেল কর্মকর্তারা।