মুক্তিযুদ্ধের সময় মিরপুরে বাঙালিদের ওপর ‘বিহারিদের’ হামলার দায় জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার ওপর চাপানো হয়েছে বলে দাবি করেছেন তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
Published : 05 Feb 2013, 05:59 PM
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আদালত ‘আবেগতাড়িত’ রায় দিয়েছে।
কাদের মোল্লাকে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন জামায়াত নেতা রাজ্জাক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার তাদের দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়।
তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটি প্রমাণিত হওয়ায় এই সাজা দেয়া হয় বলে রায়ের বলা হয়, যে রায়ে অসন্তোষ জানিয়েছে সাক্ষীসহ এই বিচার শুরুর দাবিতে আন্দোলনকারীরা।
রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রাজ্জাক নয়া পল্টনে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “প্রসিকিউশনের সাক্ষীদের দেয়া সাক্ষ্য প্রমাণ করে ১৯৭১ সালে আব্দুল কাদের মোল্লা ঢাকাতেই ছিলেন না, ছিলেন ফরিদপুর।
“১৯৭১ সালে মিরপুরের বিহারি সম্প্রদায়ের অপরাধের দায় আব্দুল কাদের মোল্লার ওপর চাপানো হয়েছে।”
“ট্রাইব্যুনাল আবেগতাড়িত হয়ে এ রায় ঘোষণা করেছে, যদিও এটি কারো কাম্য নয়,” বলেন তিনি।
রাজ্জাক দাবি করেন, প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর ‘অধিকাংশই’ ‘শোনা’ সাক্ষী, শুধু তিনজন প্রত্যক্ষদর্শী ছিলেন।
“তবে ডিফেন্সের আইনজীবীরা ওই তিনজনের সাক্ষ্য ভুল প্রমাণিত করেছে।”
আপিল বিভাগে এই রায় বাতিল হবে আশা প্রকাশ করে তিনি জানান, তারা আপিল করবেন।
“আবেগতাড়িত হয়ে কোনো বিচারক রায় প্রদান করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়।”
আসামি পক্ষের এই আইনজীবী জানান, কাদের মোল্লাকে ৪ নম্বর অভিযোগে যে খালাস দেয়া হয়েছে, শুধু সেই ক্ষেত্রেই প্রসিকিউশন আপিল করতে পারবে।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করতে চাননি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রাজ্জাক।