প্রধানমন্ত্রীর সঙ্গে মরক্কোর নতুন দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মরক্কোর নতুন রাষ্ট্রদূত মাজিদ হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 09:17 AM
Updated : 19 June 2017, 09:51 AM

সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় মরক্কোর নতুন এই দূত।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।  

প্রধানমন্ত্রী বাংলাদেশে মরক্কোর বিনিয়োগের জন্য দেশটির নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। 

সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্সে’র বিষয়টিও সাক্ষাতকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন বলে জানান ইহসানুল করিম। 

অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত দশমিক দুইয়ের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক। 

গবেষণার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করে মাজিদ হালিম বলেন, পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে আগ্রহী তারা। 

দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার কথাও বলেন মরক্কোর নতুন রাষ্ট্রদূত।