রোজা শুরু রোববার

রমজানের চাঁদ শুক্রবার দেখা না যাওয়ায় রোববার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 01:49 PM
Updated : 27 May 2017, 03:28 AM

সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। ভোররাতে সেহরি খেয়ে উপবাস শুরু হয় মুসলিমদের, সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়।

মাসজুড়ে সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়। সেক্ষেত্রে ২৬ জুন বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহেরির শেষ সময় শনিবার রাত ৩টা ৪১ মিনিট এবং ইফতার রোববার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

শনিবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ।