ওয়ালটনের লুণ্ঠিত মালামাল আংশিক উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুরে ওয়ালটনের একটি শোরুম থেকে লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 01:06 PM
Updated : 25 May 2017, 01:15 PM

এরা হলেন- রবিউল করিম রবি, রাসেল হক, আব্বাস ও মোস্তফা।

মঙ্গলবার ঢাকা ও পাবনা জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার বিকালে মিণ্টু রোডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন সংবাদ সম্মেলনে বলেন, ১৯ এপ্রিল মিরপুরে মনিপুরে দারোয়ানকে বেঁধে ডাকাত দল ওয়ালটনের শোরুম মোহনা এন্টারপ্রাইজ থেকে ৬টি ফ্রিজ ও ১৮টি টিভি লুট করে।

এছাড়া ২৯ এপ্রিল ওয়ারীর রামকৃষ্ণ মিশন রোডের ওয়ালটনের শোরুমের সামনের রাস্তা থেকে ওয়ালটন পণ্য আনলোড করার সময় আট/দশ জনের ডাকাত দল স্টাফ ও নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে ৩টি ফ্রিজ ও ৭টি টিভি নিয়ে যায়।

“লুণ্ঠিত এসব মালামাল থেকে পুলিশ ৩টি ফ্রিজ, একটি টিভি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

বাকি মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে জানিয়ে বাতেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্বাস ও মোস্তফা ডাকাত দলের সদস্য। রবিউল ও রাসেল ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ক্রয় করতো।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম ও উপ-কমিশনার মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।