শাহজালালে যাত্রীর পায়ুপথে দেড় কেজি সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে দেড় কেজির বেশি সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 06:38 PM
Updated : 24 March 2017, 06:38 PM

আটক মো. ওয়াহিদুজ্জামান সুজন মিয়ার (৩৭) গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির বলেন, শুক্রবার রাত ৮টায় তিনি সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারের টিআর ২৬৫৬ নম্বর ফ্লাইটে শাহজালালে নামেন। এরপর গ্রিন এলাকা পার হওয়ার সময় তাকে তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা।

“প্রথমে সোনা বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার পায়ুপথে সোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর টয়লেটে নিলে তার পায়ুপথ থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।”

আহসানুল কবির বলেন, আটক সুজন পেশায় কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ আমদানিকারক বলে প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে জানিয়েছেন। শাহজালালে বিমান অবতরণের আধা ঘণ্টা আগে তিনি ওই সোনা রেকটামে প্রবেশ করান।

উদ্ধার ১৬টি সোনার বারের ওজন এক কেজি ৬০০ গ্রাম, যার আনুমানিক দাম মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।