১৩ ডিসেম্বর ঈদ-ই মিলাদুন্নবির ছুটি

ঈদ-ই মিলাদুন্নবির সাধারণ ছুটি ১৩ ডিসেম্বর হবে বলে সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 12:00 PM
Updated : 8 Dec 2016, 12:00 PM

২০১৬ সালের বার্ষিক ছুটির তালিকায় ঈদ-ই মিলাদুন্নবির ছুটি ১২ ডিসেম্বর ছিল।

কিন্তু রবিউল আউয়াল মাসের চাঁদ একদিন পরে দেখা যাওয়ায় আগেই ঘোষণা হয়েছিল যে ১৩ ডিসেম্বর বাংলাদেশে ঈদ-ই মিলাদুন্নবি পালিত হবে।

তার সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটি পুনঃনির্ধারণের আদেশ জারি করেছে।

এতে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।

ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে।