ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীর

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর মেজর জেনারেল আজমল কবীর, যিনি এর আগে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

জ‌্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 12:59 PM
Updated : 24 Oct 2016, 12:59 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজমল কবীর জাকার্তায় বাংলাদেশ মিশনে মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হবেন। কাওনাইনকে ইতোমধ‌্যে যুক্তরাজ্যের হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

ইঞ্জিনিয়ার্স কোরের কর্মকর্তা আজমল কবীর সেনাবাহিনীতে কমিশন পান ১৯৮৩ সালে। বাংলাদেশ মিলিটারি অ‌্যাকাডেমি থেকে গ্র‌্যাজুয়েশন করার পর বুয়েট থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নেন। 

সামরিক বাহিনীর কর্মজীবনে তিনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং স্কুলের ইন্সট্রাক্টর এবং ১০ রিভেরাইন ইঞ্জিনিয়ার ব‌্যাটালিয়ন, বঙ্গবন্ধু সেতুতে ৯৮ কম্পোজিট ব্রিগেড ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বসনিয়া-হার্জেগোভিনা, পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় জাতিসংঘের শান্তি মিশনেও কাজ করেছেন মেজর জেনারেল আজমল কবীর।