মিরপুরে ভবন ধসে কিশোরীর মৃত্যু

রাজধানীর মিরপুরে পরিত্যক্ত একটি ভবন ধসে নিচে চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 06:45 AM
Updated : 27 Sept 2016, 06:50 AM

নিহত কুলসুম আক্তার নিশি (১৫) স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী ছিল। সে শেরপুরের হারুন উর রশিদের মেয়ে।

সোমবার গভীর রাতে মিরপুরের রাইনখোলার এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে এ ঘটনা ঘটে বলে শাহ আলী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভবঘুরে আশ্রয়কেন্দ্রের দোতলা ভবনটি কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভবনটির পাশে ড্রেনের ওপর টিনশেড তুলে নিশিরাসহ দুটি পরিবার বসবাস করছে।

“মঙ্গলবার ভোরের দিকে জরাজীর্ণ ভবনটির ছাদ ও দেয়ালের কিছু অংশ টিনশেডের ওপর পড়লে নিশি ও তার ছোট ভাই রায়হান (৯) আহত হয়।”

তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন এবং রায়হানের প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা নিয়ে যায়।

দুর্ঘটনার সময় ওই দুই পরিবারের আটজন সদস্য টিনশেডে থাকলেও বাকিরা নিরাপদে বের হয়ে যান বলে ওসি আনোয়ার জানান।