বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ওষুধ জব্দ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে বৈধ কাগজপত্রহীন ‘বিপুল পরিমাণ’ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2016, 07:21 AM
Updated : 6 May 2016, 07:21 AM

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিম ভূঁইয়া নামের ওই ব্যক্তি ব্যাংকক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

“জিজ্ঞাসাবাদের পর তার ব্যাগে বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়, যেগুলোর বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।”

সেখানে ক্যান্সার, চর্মরোগ ও জন্ম নিরোধক ওষুধ রয়েছে জানালেও এর সঠিক পরিমাণ বা সংখ্যা বলেননি মইনুল খান।  

তিনি বলেন, “ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব আনা যায় না।”