আরও বাংলাদেশি কর্মী নিতে কুয়েতের প্রধানমন্ত্রীকে আহ্বান রাষ্ট্রপতির

কুয়েতে আরও বাংলাদেশি কর্মী নিতে দেশটির প্রধানমন্ত্রী  শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহকে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 03:19 PM
Updated : 4 May 2016, 03:21 PM

একই সঙ্গে কুয়েতের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

কুয়েতের সফররত প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ বুধবার বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

কুয়েতের প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, কুয়েতকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও ভ্রাতৃপ্রতীম বন্ধু রাষ্ট্র অভিহিত করেন রাষ্ট্রপতি আরও দক্ষ-অদক্ষ-আধা দক্ষ জনবল নেওয়ার অনুরোধ জানান।

“দু’দেশের মধ্যে বিরাজমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেছেন, কুয়েতে বাংলাদেশের ২ লাখ লোক কর্মরত রয়েছে। তারা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক ও চারটি চুক্তি সইয়ের পর বঙ্গভবনে যান আল-সাবাহ।

সম্পাদিত চুক্তির ফলে দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের তেল পরিশোধন, আইটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশি পণ্য যাতে কুয়েতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কুয়েতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।”

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের বলেন, বাংলাদেশ সফরে আসতে পেরে তিনি অত্যন্ত খুশি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে তার দেশের অর্থনৈতিক-সমাজিক ও প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়বে।

কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।

কুয়েত সফরের জন্য দেশটির আমিরের আমন্ত্রণপত্র এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে হস্তান্তর করেন আল সাবাহ।