দরপ্রস্তাবে অতিরিক্ত হেরফের ঠেকাতে সংসদে বিল

সরকারি কেনাকাটায় প্রাক্কলিত দরের ১০ শতাংশ হেরফেরে দরপত্র বাতিলের বিধান রেখে একটি আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 01:05 PM
Updated : 3 May 2016, 01:06 PM

মঙ্গলবার ‘পাবলিক প্রকিউরমেন্ট বিল-২০১৬’ সংসদে তোলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত আইনে সীমিত দরপত্র পদ্ধতিতে অভ্যন্তরীণ ক্রয়ের সীমা ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী বলেন, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর প্রয়োগ আরও সহজতর করার লক্ষে বিলটি উত্থাপন করা হয়েছে।

বিলে পণ্য, বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ও আউটসোর্সিংসহ ভৌত সেবার সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে।

এছাড়া ডোমেস্টিক প্রেফারেন্স সংক্রান্ত ধারার অস্পষ্টতা দূর, পেশাগত সেবা ক্রয়ে কার্যসম্পাদন জামানত প্রবর্তন, সীমিত দরপত্র পদ্ধতির আওতায় অভ্যন্তরীণ কার্য ক্রয়ের সীমা দুই কোটি হতে তিন কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে এই বিলে।

মন্ত্রী জানান, উন্মুক্ত দরপত্র পদ্ধতির অভ্যন্তরীণ কার্য ক্রয়ের ক্ষেত্রে দাপ্তরিক প্রাক্কলিত মূল্য থেকে উল্লেখযোগ্য কম/বেশি পরিমাণের দরপত্র মূল্য উদ্বৃত করার প্রবণতারোধে দাপ্তরিক প্রাক্কলনের দশ শতাংশের কম বা বেশি দর উদ্ধৃত করা হলে তা বাতিলের সুপারিশ রয়েছে।