নজরদারিতে আসছেন ঢাকার পরিচ্ছন্নতা কর্মীরা

পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নজর বাড়াতে ‘লোকেশন ট্র্যাকিং সিস্টেম’ চালু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 10:16 AM
Updated : 10 Feb 2016, 10:16 AM

এর অংশ হিসেবে দক্ষিণের ৫ হাজার ২১৬ জন পরিচ্ছন্নতা কর্মীকে কর্পোরেট সিম দেয়া হয়েছে। সহজ কিস্তিতে তারা মোবাইল ফোনও কিনতে পারবেন।

কাজের সময় কর্মীরা কোথায় অবস্থান করছেন, ‘লোকেশন ট্র্যাকিং সিস্টেম’ ব্যবহার করে তা পর্যবেক্ষণ করা যাবে বলে বুধবার নগর ভবনে এক অনুষ্ঠানে জানানো হয়।

পরিচ্ছন্নতা কর্মীদের সন্ধ্যার পর থেকে কাজ শুরুর নির্দেশনা দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, সকাল ৭টার পর আর তাদের রাস্তায় থাকার দরকার নেই।

“সকালে বাচ্চারা স্কুলে যায়, লোকজন কর্মস্থলে যায়… শুভ সকালের মধ্যে লোকজন ময়লা আবর্জনা টানছে, ময়লার গাড়ি ওপেন যাচ্ছে, ‍দুর্গন্ধ ছড়াচ্ছে- এটা দেখতে চাই না।”

মেয়র বলেন, এই শহর পরিষ্কার করা অসম্ভব বলে মনে হলেও সাড়ে ৫ হাজার কর্মী একসঙ্গে কাজ করলে এই শহর অপরিষ্কার রাখার সুযোগ নাই।

যারা এ বিষয়ে সচেতন নন, তাদের সচেতন করার ওপরও জোর দেন তিনি।

“শহরকে পরিচ্ছন্ন রাখতে যতোটা উদার হওয়া যায়, হব। আবার একই কারণে যতোটা কঠিন হতে হয়, হবো,” বলেন তিনি।

মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমানের উন্নয়নে যা প্রয়োজন, তার সবই করা হবে, কিন্তু শহরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে কোনো আপস চলবে না।

অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল, গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ইয়াসির আজমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।