ভিওআইপি সরঞ্জাম ধরলেন তারানা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে সঙ্গে নিয়ে রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 06:22 PM
Updated : 30 Nov 2015, 06:22 PM

এসময় আবদুল্লাহ (২৩) ও মাহমুদ (২২) নামে দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মাহফুজা খাতুন জানান, সোমবার সন্ধ্যায় মিরপুরে ১১ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর রোডের ৬ নম্বর বাড়িতে অভিযানের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ওই বাড়িতে চালানো হয়।

পুলিশ কর্মকর্তা মাহফুজা বলেন, “অভিযানে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ৭৬০টি সিম, পাঁটি রাউটার, দুটি ল্যাপটপ, তিনটি টিপিং ও ৪৫টি এন্টেনাসহ লক্ষাধিক টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।”

আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।