‘চোরাচালান রোধে ছয় মাসে সোয়া তিন লাখ অভিযান’

চোরাচালান প্রতিরোধে চলতি বছরের প্রথম ছয় মাসে আইন-শৃঙ্খলাবাহিনী ৩ লাখ ২২ হাজার অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 11:30 AM
Updated : 25 Nov 2015, 12:59 PM

এসময় চোরাচালানের অভিযোগে আটক করা হয়েছে ১৩ হাজার ৫০০ জনকে; মামলা হয়েছে ৭২ হাজার।

বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে মন্ত্রী এ তথ্য জানান।

আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেন, চোরাচালানের এলাকা বৃদ্ধি পেলেও চোরাচালান বাড়েনি।

তিনি বলেন, ৭২ হাজার মামলার মধ্যে ইতোমধ্যে ২ হাজার ৫০০ মামলা নিষ্পত্তি করা হয়েছে। বাকি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চোরাচালান রোধে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।

“এতে স্পটে অপরাধীকে সাজা দেওয়া যাবে।”

দেশে প্রায় ৫০ লাখ মাদকাসক্ত রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এদের অধিকাংশই চোরাই মাদকের উপর নির্ভরশীল। গণসচেতনতার মাধ্যমে চোরাচালান বন্ধ করা সম্ভব।

সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমানসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।