বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 11:12 AM
Updated : 8 Oct 2015, 11:12 AM

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আলম জানান, বুধবার রাতে ভারতের মহালদার পাড়া এলাকায় নিহত হন আনোয়ার হোসেন (২৫)।

আনোয়ার শিবগঞ্জের গাইপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে বলে জানান তিনি।

বিএসএফর বরাত দিয়ে মেজর নাজমুল আলম বলেন, রাতে আনোয়ার ফতেপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মহালদার পাড়া এলাকায় প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে।

এক পর্যায়ে মালদহ ২০ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা  গুলি চালালে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন বলে জানান মেজর নাজমুল।

তিনি বলেন, বিএসএফের ধাওয়ার পর আনোয়ার তাদের পাল্টা আক্রমাণের চেষ্টা করেছেন বলে বিএসএফ দাবি করছে। তবে, কীভাবে আক্রমণ করেছেন সে বিষয়টি তারা পরিষ্কার করেনি।

মেজর নাজমুল বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ২টায় ফতেপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএসএফ গুলির ঘটনা স্বীকার করলেও তার লাশ কখন ফেরত দেওয়া হবে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি বলে জানান তিনি।

বিএসএফ আনোয়ারের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।