ভিডিও কনফারেন্সে ৭ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে একটি সেতু ও আশুগঞ্জে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ সাত প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 07:00 AM
Updated : 8 Oct 2015, 09:20 AM

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন ছাড়াও তিন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

উদ্বোধন করা প্রকল্পগুলো হল- সিলেটের কাজীর বাজার সেতু, মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নয়াকান্দি সেতুসহ কিটিংচর ও সাটুরিয়া সেতু, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র, ২০০ মেগাওয়াট মডিউলার বিদ্যুৎকেন্দ্র ও ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকল বিদ্যুৎকেন্দ্র, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘জননেত্রী শেখ হাসিনা হল’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ উদ্বোধন করেন শেখ হাসিনা।

একই সঙ্গে সিলেট বিমানবন্দর বাইপাস ইন্টার সেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প, মানিকগঞ্জের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ শহরাংশের চার লেনে উন্নীতকরণ কাজের এবং ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল রেলক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন শেখ হাসিনা।