নওগাঁয় ১৫০ আমগাছ কেটেছে দুর্বৃত্তরা

নওগাঁয় একটি আমবাগানের প্রায় দেড়শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:59 PM
Updated : 4 Oct 2015, 01:26 PM

শনিবার রাতে শহরের ‘আমানা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমেটেড’ নামের প্রতিষ্ঠানের বাগানে এ ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তার।

তিনি বলেন, ২০১১ সালে তাদের প্রতিষ্ঠানের নামে ৩৩ শতক জমি ক্রয় করে সেখানে দেড়শটি উন্নত জাতের আমগাছ লাগানো হয়ছিল।

“শনিবার রাত ১টার দিকে ১০-১২ জনের একটি দল অস্ত্রের মুখে নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে বাগানে প্রবেশ করে এবং গাছগুলো কেটে ফেলে।”

স্থানীয়রা টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুস সাত্তার বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানান ওসি।