ছাত্রকে পেটানোয় মাদ্রাসা শিক্ষকের দণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রকে পেটানোর দায়ে এক মাদ্রাসা শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 02:03 PM
Updated : 1 Sept 2015, 02:03 PM

মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবীবের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয় বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান।

দণ্ডিত সামিউল ইসলাম (২৪) উপজেলার ধাপেরহাট শাহ্ সূফী রোস্তম বোগদাদী (রা:) ক্যাডের্ট মাদরাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক।

ওসি ফরহাদ বলেন, ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরার অভিযোগে মঙ্গলবার সকালে হেফজ বিভাগের ছাত্র আল আমিনকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করে আটকে রাখেন শিক্ষক সামিউল। পরে সুযোগে বুঝে আরেক ছাত্রের সহযোগিতায় ওই কক্ষের জানালা ভেঙে পালিয়ে পাশের আরেকটি মাদ্রাসায় আশ্রয় নেয় আল আমিন।

“এ খবর পেয়ে পুলিশ বিকালে ছাত্রটিকে উদ্ধার ও শিক্ষক সামিউলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”