এবার বিমানবন্দরে কোকেন আটক

সাগর পথে আসা তরল কোকেন আটকের পর এবার বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছে প্রায় দুই কেজি কোকেন পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 11:12 AM
Updated : 1 Sept 2015, 06:33 PM

মঙ্গলবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোকেনসহ গ্রেপ্তার ওই ব্যক্তি দক্ষিণ আমেরিকার পেরুর নাগরিক।

সম্প্রতি চট্টগাম সমুদ্র বন্দরে ভোজ্যতেলের সঙ্গে আনা তরল কোকেনের একটি চালান ধরা পড়ে। ওই চালানটিও এসেছিল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে। পেরু ও বলিভিয়া পাশাপাশি রাষ্ট্র। 

বিমানবন্দরে সকালে ইমিগ্রেশন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথঅভিযান চালিয়ে ইমিগ্রেশন এলাকা থেকে হাইমে বারদানেসগোয়েসকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (গোয়েন্দা) মো. জাফরুল্লাহ কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেরুর ওই নাগরিকের কাছ থেকে ১৮শ’ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।”

অভিযানে থাকা কাস্টমস পরিদর্শক মোস্তফা জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ছাই রংয়ের ট্রলি ব্যগের নিচে শক্ত পলিথিনে বিশেষ ব্যবস্থায় এই কোকেন রাখা ছিল।

আটক কোকেনের দাম কত হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  কর্মকর্তা কাজল।   

পেরুর কোকেন পাউডারের কালোবাজারে মূল্য প্রতি কেজি ৪ হাজার ৫০০ ডলার বলে তথ্য পাওয়া গেছে।

কোকেন পাউডার (সংগৃহীত ছবি)

সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই থেকে ঢাকায় আসেন ওই বিদেশি। এক সূত্রে খবর পেয়ে ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বারদানেসগোয়েস স্পেনিশ ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারছিলেন না। দোভাষির মাধ্যমে তার সঙ্গে কথা বলে কাস্টমস কর্মকর্তারা জানতে পেরেছেন, রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে তার ওঠার কথা ছিল।

ওই হোটেলেই জোসেফ নামে এক ব্যক্তি এসে তার কাছে এই কোকেন নিয়ে যেতেন বলে বারদানেসগোয়েস দাবি করেছেন।

তার বক্তব্য অনুযায়ী, জোসেফেরও পেরু থেকে আসার কথা।

বারদানেসগোয়েসের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।