মেহেরপুরে ‘গণহিস্টিরিয়ায়’ আক্রান্ত ৪০ ছাত্রী

মেহেরপুর সদরে একটি বিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষার্থী গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 08:55 AM
Updated : 30 August 2015, 08:55 AM

রোববার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  তবে, সবাই শঙ্কামুক্ত বলে হাসপাতাল ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

অসুস্থদের মধ্যে ১১ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, মানসিক ও শারীরিকভাবে দুর্বল মেয়েরা এই রোগে আক্রান্ত হয়। এটাকে হিস্টিরিয়া বলা হয়।

“হাসপাতালে ভর্তি মেয়েদের স্যালাইন ও ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। সকলেই সুস্থ আছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ষষ্ঠ শ্রেণির মুক্তা বেগম প্রথম অচেতন হয়ে পড়ে। এরপর একে একে বিভিন্ন শ্রেণির ৪০/৪৫ জন অচেতন হয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় একদিনের জন্য ছুটি ঘোষণা করেন বলে জানান তিনি।

এদিকে, খবর পেয়ে মেহেরপুর জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফিক এবং ভারপ্রাপ্ত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ওই বিদ্যালয়ে যান।

জেলা শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফিক জানান, মানসিক দুবর্লতার কারণে একজনের দেখাদেখি অন্য মেয়েরা অচেতন হয়ে পড়ে। এখন সবাই সুস্থ আছে।