সাভারে ফুটপাতে বাস, প্রাণ গেল ৩ জনের

সাভারের উলাইলে শ্যামলী পরিবহনের একটি বাস সড়ক ছেড়ে ‍ফুটপাতে পথচারীদের উপর উঠিয়ে দেওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 12:51 PM
Updated : 29 August 2015, 02:37 PM

শনিবার সন্ধ্যায় সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান।

নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তবে স্থানীয় কয়েকজন বলেছেন, নিহত নারীর নাম পারভীন আক্তার। তিনি ওই এলাকার আল-ইসলাম গার্মেন্টসের শ্রমিক।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এএসপি রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি সন্ধ্যা ৬টার দিকে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে মহাসড়ক ছেড়ে ফুটপাতে পথচারীদের চাপা দিয়ে একটি রিকশা ও একটি টং দোকানের উপর উঠে পড়ে।”

বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন পথচারীর মৃত্যু হয়। আহত হয় অন্তত পাঁচজন। দুমড়ে মুচড়ে যায় একটি রিকশা ও একটি টং দোকান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন।

ফায়ার সার্ভিসের সাভার স্টেশনের কর্মকর্তা রবিউল আল আমীন বলেছেন, তিনি দুমড়ে মুচড়ে যাওয়া রিকশার চালক হারুন ও এক যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পরপরই শ্যামলী পরিবহনের ওই বাসের চালক পালিয়ে যান।  

জাকির হোসেন নামে ওই বাসের এক যাত্রী বলেন, “ঘটনার সময় বাসের চালক মোবাইলে কথা বলছিলেন। তার গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

দুর্ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।