সিলেট মহাসড়কে তীব্র যানজট

রাতভর শাহবাজপুর সেতুতে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে গাড়ির চাপে তীব্র যানজট দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 08:04 AM
Updated : 29 August 2015, 08:04 AM

শনিবার দুপুর পর্যন্ত সরাইল উপজেলার বেড়তলা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে দুপাশে কয়েকশ’ গাড়ির লাইন জমেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

মহাসড়ক পুলিশের খাটিহাতা ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর থেকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হওয়ার পর এ অবস্থার সৃষ্টি হয়।

সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর পর্যন্ত চলাচল বন্ধ ছিল।

তখন ছোট গাড়িগুলো মাধবপুরের চান্দুরা হয়ে আখাউড়া দিয়ে বিকল্প সড়কে চলাচল করতে পারলেও বড় গাড়িগুলোর চলাচল বন্ধ ছিল বললেই চলে।  

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “ভোররাত থেকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হলে একসঙ্গে অনেক গাড়ির চাপে দুপাশে বহু যানবাহন আটকা পড়ে।”

যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীদের।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টচার্য বলেন, অবস্থা স্বাভাবিক হতে আরও ৪-৫ ঘণ্টা লাগবে।