রাজশাহীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ সংঘর্ষ, আটক ১৭

ঈদ শুভেচ্ছার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা নিয়ে রাজশাহী নগরীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 03:28 PM
Updated : 29 July 2015, 03:28 PM

বুধবার সন্ধ্যায় সপুরা এলাকায় এ সংঘর্ষের সময় একটি হাতবোমার বিস্ফোরণ হয় বলে পুলিশ জানিয়েছে।

সংঘর্ষে কেউ আহত  হয়নি। তবে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৭ জনকে আটক করেছে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, সপুরা পানি উন্নয়ন বোর্ড মোড়ে স্থানীয় যুবলীগকর্মী আরিফের ভাই সবুজের একটি ঈদ শুভেচ্ছার ফেস্টুন ছিঁড়ে ফেলেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ছানা।

“ফেস্টুন ছেঁড়ার জেরে যুবলীগ কর্মী আরিফ ও জুয়েল মারধর করেন ছানাকে। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোস্তাক ও কালু লোকজন নিয়ে গিয়ে আরিফ ও জুয়েলের উপর হামলা চালান।

“সংঘর্ষ ও ধাওয়া পাল্টার সময় উভয়পক্ষ ইটপাটকেল ছোড়ে। এ সময় দুইটি হাতবোমা ছোড়া হলে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অবিস্ফোরিত অবস্থায় আরেকটি হাতবোমাটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।”

ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি শাহাদত।