আনা মারিয়া মাতুতে: আরেকটি হিস্পানিক নক্ষত্রের পতন

>> যুবায়ের মাহবুববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2014, 01:56 PM
Updated : 25 June 2014, 02:18 PM

হিস্পানিক সাহিত্যের আরেক নক্ষত্রের পতন ঘটেছে। আজ( ২৫ জুন) সকালে বার্সেলোনায় নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্পেনের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা আনা মারিয়া মাতুতে। তার বয়স হয়েছিল ৮৯। ২০১০ সালে তিনি জয় করেন হিস্পানিক বিশ্বের সবচেয়ে সম্মানিত সাহিত্য পুরস্কার - সের্ভান্তেস পুরস্কার। সের্ভান্তেসের ৪০ বছরের ইতিহাসে মাত্র চারজন নারী এই বিরল সম্মান অর্জন করেছেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)