জিয়া হায়দার রহমানের প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট অফ হোয়াট উই নো’

>> শান্তা মারিয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2014, 01:38 PM
Updated : 19 May 2014, 01:38 PM
লেখক হিসেবে জিয়া হায়দার রহমান যে সৌভাগ্যবান তাতে সন্দেহ নেই। কারণ প্রথম প্রকাশিত উপন্যাসেই জেমস উডের মতো খ্যাতিমান সাহিত্য সমালোচকের দৃষ্টি কেড়েছেন তিনি। ইংরেজিভাষী সাপ্তাহিক পত্রিকার জগতে সাহিত্যের সর্দার ‘দ্য নিউইয়র্কার’-এ তার সদ্য প্রকাশিত বই সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন জেমস উড। শুধু তাই নয়, জিয়া হায়দার রহমানের সাহিত্যিক-প্রজ্ঞা, তার অভিজ্ঞতা ও উপন্যাসের বিষয়বস্তুর রীতিমতো প্রশংসা করেছেন উড।